আগামী ১১ নভেম্বর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী ঢাকায় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধান মন্ত্রী উক্ত অনেুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এবং সকলের মাসিক আয়-ব্যয়ের তথ্য আপলোড করতে এটুআই এর তৈরিকৃত নতুন সাইটটিতেআগামী 20/10/2014 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে বলা হ’ল। আর এ রেজিস্ট্রেশনের লক্ষ্যে আপনাদের http://114.130.54.229/home/ এই ঠিকানায় ভিজিট করতে হবে। আর একইসাথে রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনা সংযুক্ত করলাম। আশা করি, এতে আপনাদের সুবিধা হবে।রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন সমস্যার জন্য আপনারা এটুআই প্রোগ্রামের মাজেদুল ইসলাম (০১৭১১২৩৬২৩০), ম্যাবল সিলভিয়া (০১৭১৬৩২৭৪৬০), শেখ কাওসার উদ্দিন (০১৯১৩১৬৭৭১৮), অনুপম হাসান (০১৭১৭৭৯৮৮০০) এর সাথে যোগাযোগের অনুরোধ রইলো।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস