ইউনিয়নের উন্নয়ন সভা ২০১৩ এর মাসিক সভার কার্যবিবরণী
সভাপতি : মো: আরিফুজ্জামান (মুন্না)
চেয়ারম্যান
৪ নং সায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ
বরিশাল সদর, বরিশাল
সভার তারিখ : ১৫/০৭/২০১৩ ইং
সময়ঃ সকাল : ১০.০০ হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত।
স্থান : ইউপি হল রুম।
সভাপতি সাহেব উপস্থিত সদস্যবৃন্দ্রকে সালাম জানিয়ে সভার কাজ আরম্ভ করেন।
সভাপতি সাহেব ‘‘জুন’’ ২০১৩ মাসের অনুষ্ঠিত সভার কার্য বিবরনী পাঠ করে শোনান। অতঃপর সভায় নিম্মাক্ত বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।
ক্রমিক নং | আলোচনা | সিদ্ধান্ত | বাস্তবায়ন কর্তৃপক্ষ |
1. | ইউপির সার্বিক অপরাধ চিত্রঃ- ইউপির দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দল নেতা জনান যে, বর্তমানে রাজনৈতিক কারনে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে দেশের বর্তমান পেক্ষাপটে অত্র ইউপির আইন-শৃঙ্খলা কোন অবনতি হয় নাই। | অত্র ইউপির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। এবং এ ধারা অব্যহত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
2. | মাদক নিয়ন্ত্রন ঃ- সভায় উপস্থিত সদস্যবৃন্দ জানান যে, দেশের বিভিন্ন জায়গায় ফেনসিডিল, গাঁজা, ও নেশা জাতীয় দ্রব্য সেবন করে যুব সমাজ ক্ষতিগ্রস্থ্য হওয়ায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে। অত্র ইউপিতে এ ধরনের কোন কার্যকলাপ দেখা যায়নি। তথাপি এ বিষয়ে সজাগ থাকার বিষয়ে আলোচনা করা হয়। | 1. প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ ও প্রচারনা চালানোর জন্য সভায় সিদ্ধান্ত হয়। 2. মাদক বিরোধী অভিযান জরদার করার জন্য অত্র ইউপির গ্রাম পুলিশদেরকে নির্দেশ দেওয়া হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
3. | ইবটিজিং প্রসঙ্গেঃ- এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভাপতি সাহেব সভায় জানান যে, সকল ইউপি সদস্য, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন। | অত্র ইউপিতে এ ধরনের ঘটনা কোথাও ঘটলে তা ইউপি চেয়ারম্যানকে অবহিত করার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। | সকল ইউপি সদস্য, দফাদার ও মহল্লাদারগন এবং আনসার ভিডিপি দলনেতা। |
অদ্যকার সভায় অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় উপস্থিত সকলকে পুনরায় সালাম ও ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করা হ’ল।
চেয়ারম্যান
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS