কালের স্বাক্ষী বহনকারী আড়িয়াল খা নদীর তীরে গড়ে উঠা বরিশাল সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো শায়েস্তাবাদ ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ শায়েস্তাবাদ ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম – ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১৬.০০ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা –৩১,২৫০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৯ টি।
চ) হাট/বাজার সংখ্যা - ২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – ম্যাজিক/সিএনজি/রিক্সা/মটরসাইকেল।
জ) শিক্ষার হার –৬৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৪টি,
মাধ্যমিক বিদ্যালয়- ০১টি,
মাদ্রাসা- ০২টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –মো: আরিফুজ্জামান (মুন্না)
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ০১ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান –শায়েস্তাবাদ জামে মসজিদ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –১লা মার্চ ২০০৭ ।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।
৪) গ্রাম পুলিশের সংখ্যা - ০৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS